ধৈর্যের প্রকাশ চোখে!
‘মানুষের চোখ হলো তাঁর আত্মার জানালা’। শেক্সপিয়ারের এমন চিন্তার সঙ্গে এবার সুর মেলালেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, মস্তিষ্কের মধ্যে চলতে থাকা ক্রিয়া-প্রতিক্রিয়া এবং ব্যক্তির ব্যবহারের প্রকাশ ঘটে মানুষের চোখে। কারও চোখের মণি নড়াচড়া থেকে বোঝা যায় তাঁর ধৈর্যক্ষমতা কেমন। যেমন, অতি দ্রুত চোখের নড়াচড়ার মধ্যে কোনো ব্যক্তির অস্থিরতার প্রকাশ থাকে। গবেষণায় পাওয়া নতুন তথ্যপ্রমাণাদির ভিত্তিতে এ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে...
Posted Under : Health News
Viewed#: 25
আরও দেখুন.

